ইসলামী ব্যাংক শেরপুর শাখার আয়োজনে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 11.03.2018 - 04:53 PM
Share icon
  স্টাফ রিপোর্টার॥ চিরস্থায়ী সঞ্চয়ে কল্যাণ অফুরান, “জমি বা স্থাবর সম্পদের মতোই নগদ অর্থও ওয়াকফ করা যায়” ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেরপুর শাখার আয়োজনে ১১ মার্চ রোববার বিকেল ৪টায় শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেরপুর শাখায় ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ মোরশেদ আলমের সভাপতিত্বে ক্যাশ ওয়াকফ ক্যাম্পেইন গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।   উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইদ্রিসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি জে এন্ড এস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন করবাহাদুর পরিবার।   এসময় বিশেষ অতিথির বক্তব্যয় জে এন্ড এস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন বলেন, ইসলামে সম্পূর্ণভাবে বলেছে প্রত্যক মুসলমানকে তার সম্পদের পরিমান বা হিসাব অনুযায়ী যাকাত ও ফেতরা দান অথবা আদায় করলে এক সময় দেখা যাবে যাকাত নেয়ার মত মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাই প্রত্যেক মুসলমানকে তার সম্পদের হিসাব অনুযায়ী ইসলামের নীতি আদর্শে দান করা দরকার। ইসলামী ব্যাংক ক্যাশ ওয়াকফ প্রকল্প চালু করেছে তা আমাদের সকল মানুষের মাঝে আরো উৎসাহিত করতে হবে। গ্রাহক সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্যবস্থাপক পরিচালন খন্দকার ইকবাল হোসেন, প্রিন্সিপাল অফিসার আলী আহসান প্রমুখ।     এছাড়াও সমাবেশে জেলা শহরের বিশিষ্ট ব্যবসায়ী ব্যাংকের গ্রাহকগণ উপস্থিত ছিলেন। ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোঃ মোরশেদ আলম জানান, ক্যাশ ওয়াকফ হিসেবে এ পর্যন্ত বিভিন্ন গ্রাহক তিন লাখ টাকা জমা দিয়েছেন। এ হিসেবে যে কোন ব্যক্তি ন্যূনতম ১০০০ টাকা জমা দিয়ে ক্যাশ ওয়াকফতে অংশ গ্রহণ করতে পারবে।
Share icon