জামালপুরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ মিছিল
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 12.03.2018 - 08:08 PM
জামালপুর প্রতিনিধি।। জামালপুরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেসরকারি শিক্ষকদের সংগঠন শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি জামালপুর জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে শহরের বকুলতলা মোড় থেকে শিক্ষকরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী সংগ্রাম কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এ.কে.এম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইতিমোদদৌলা হিন্দোল, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুর রহমান ও শিক্ষক শেরফুল আনসারী প্রমুখ।
বক্তারা অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ন্যায় বেসরকারী শিক্ষক-কর্মচারীদের শতকরা ভাগ বার্ষিক প্রবৃদ্ধি ও পূর্ণাঙ্গ উৎসবভাতাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।