জামালপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 20.03.2018 - 03:09 PM
Share icon
জামালপুর প্রতিনিধি ॥ “মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জিলা স্কুল মাঠ প্রাঙ্গনে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ রেজাউল করিম হীরা। জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবীর উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া, জেলা শিক্ষা অফিসার মুখলেছুর রহমান আকন্দ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা ও জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হান্নান মায়সুমা আক্তার প্রমুখ। ৩ দিনব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর আয়োজনে ৭টি উপজেলায় ৫২টি প্রজেক্ট নিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে প্রদর্শনী করবেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক হিশাম আল মহান্নাভ।
Share icon