জামালপুরে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা ॥ আটক-২

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 12.03.2018 - 08:24 PM
জামালপুর প্রতিনিধি ।। জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের সালিশ বৈঠকে বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকালে জামালপুর সদর উপজেলার পূর্বপাড় দিঘুলী গ্রামে ওই ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিমুল ইসলাম জানান, সদর উপজেলার পূর্বপাড় দিঘুলী শাহপাড়া গ্রামের মহেজ উদ্দীন হাজির সাথে তার ভাতিজা কাজেম আলীর বাড়ির রাস্তার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধ মীমাংসা করতে সোমবার সকালে কাজেম আলীর বাড়ির আঙ্গিনায় সালিশ বৈঠক বসে।
বৈঠক চলাকালে কাজেম আলীর লোকজন বৈঠকের মাতব্বর ও দিগপাইত ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু (৪০) কে পিটিয়ে গুরুতর আহত করে। আহত বাবর আলী বাবুকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। বিএনপি নেতা বাবর আলী বাবু একই গ্রামের আজাহার আলীর পুত্র।
খবর পেয়ে পুলিশ বিএনপি নেতা বাবর আলী বাবুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত কাজেম আলী ও তার পুত্র জয়নাল আবেদীনকে আটক করেছে পুলিশ। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাছিমুল ইসলাম জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।