জামালপুরে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 13.03.2018 - 04:17 PM
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালিত হয়েছে। পতাকা উত্তোলন দিবস উপলক্ষে পতাকা র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে শহরের দয়াময়ী চত্বর থেকে র্যালীটি বের হয়ে পাবলিক লাইব্রেরীতে গিয়ে শেষ হয়। পরে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেএসডির সভাপতি আমির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. তাজ উদ্দিন সবুজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন আব্দুল মতিন মিয়া হিরুর সহধর্মীনি অধ্যাপক সেলিনা হায়াত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুর্টি কমান্ডার সুজাত আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেএসডির সহ-সভাপতি হাবিবুর রহমান বাবু, সৈয়দ ফজলুল হক, কবি সাযযাদ আনসারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ, ইসলামপুর উপজেলা জেএসডির সভাপতি আনোয়ার মাষ্টার, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন পল্টন, জেলা জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ ফজলুল হক লেমন প্রমূখ।
উল্লেখ্য, জামালপুর স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষে ১৩ মার্চ ১৯৭১ শহরের গৌরীপুর কাচারী মাঠে তৎকালীন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানের সভাপত্বি সুবিশাল ছাত্রজনতার সমাবেশে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করে পাকিস্তানের বিরুদ্ধে গণবিদ্রোহ ও জামালপুরের মুক্তিযুদ্ধের সূচনা করেন ছাত্রসংগ্রাম পরিষদের নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিন মিয়া হিরু।