শেরপুরে জে এন্ড এস গ্রুপের গ্রাহক মত বিনিময় সভা অনুষ্ঠিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 13.03.2018 - 07:25 PM
Share icon
  সময় ডেস্ক ।। শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের হাওড়া নিজ এলাকায় গড়ে উঠা  জে এন্ড এস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সাদাত এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর আয়োজনে ১৩ মার্চ মঙ্গলবার গ্রাহক পরিচিতি ও মত বিনিময় সম্মেলন জে এন্ড এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাদুজ্জামান সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।   উক্ত গ্রাহক পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জে এন্ড এস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন করবাহাদুর পরিবার, বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শেরপুর শাখার ব্যবস্থাপক মোঃ মোরশেদ আলম, ইসলামী ব্যাংক বাংলাদেশ শেরপুর শাখার বিনিয়োগ কর্মকর্তা মোঃ কামারুজ্জামান, জে এন্ড এস গ্রুপের পরিচালক মোঃ সাইফুল নাহী জিন্নুর সাকী।   গ্রাহক পরিচিতি ও মতবিনিময় সম্মেলনে শেরপুর জেলাসহ অন্যান্য জেলা থেকে আসা অংশ গ্রহণকারী প্রায় দুইশতাধিক মৎস্য খামারী ও মৎস্য চাষীদের আরো সফলতার সাথে মৎস্য চাষ সম্পর্কে পুকুর ও খামারের ব্যবস্থাপনা, মাছের জন্য পানি, খাদ্য, ঘনত্ব এবং বৈজ্ঞানিক উপায়ে উৎপাদিত রেণু পোনা চাষ সহ বিভিন্ন জ্ঞান ও ধারণা দেন সাদাত এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কর্ণধার মোঃ সাদুজ্জামান সাদী ও ফার্ম ম্যানেজার সাইফুল্লাহ মল্লিক।   এসময় সফল মৎস্য চাষী ও খামারীদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলার আওরঙ্গজেব, নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও খামারী মোঃ উসমান গণি, শেরপুর সদর উপজেলার তারাকান্দি এলাকার খামারী মমতাজ উদ্দিন, নকলা উপজেলার মোদিরপাড় এলাকায় আলম মিয়া, শেরপুর পৌর এলাকায় তালহা মিয়া প্রমুখ।     এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও সময় বিডি২৪ ডট কম'র সম্পাদক মারুফুর রহমান মারুফ, সাদাত এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আঃ হাকিম, মোঃ তারিকুল ইসলাম, হাবিবুল্লা হীরা, ফারুক, রিফাত, সাজ্জাদ, আরিফ, আনজিরুল ইসলাম উজ্জল, রুহুল আমিন সহ জে এন্ড এস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান দেশ বার্তা বিডি ডট কম’র বার্তা সম্পাদক জিএইচ হান্নান ও প্রধান প্রতিবেদক মোঃ হামিদুর রহমান প্রমুখ। গ্রাহক পরিচিত ও মতবিনিময় সম্মেলন শেষে সাদাত এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সেরা গ্রাহকদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এদের মধ্যে সেরা গ্রাহক নির্বাচিত হন সদর উপজেলার তারাকান্দি গ্রামের মমতাজ উদ্দিন পরে তাকে প্রথম পুরষ্কার হিসেবে একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি সেট তার হাতে তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।   এছাড়াও দ্বিতীয় পুরষ্কার দেয়া হয় শেরপুর পৌর শহরের তামিম ফিড এর মালিক তালহা মিয়ার হাতে ডিনার সেট তুলে দেয়া হয়, তৃতীয় পুরষ্কার নকলা উপজেলার মোদির পাড় এলাকায় আলম মিয়ার হাতে এনড্রোয়েড মোবাইল সেট তুলে দেয়া হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে অংশ গ্রহণকারী খামারী ও মৎস্যচাষীদের সম্মানে এক মধ্যান্ন ভোজের আয়োজন করা হয়।
Share icon