শেরপুরে হেযবুত তওহিদের সংবাদ সম্মেলন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 14.03.2018 - 11:54 AM
স্টাফ রিপোর্টার॥ হেযবুত তওহিদের সদস্যদের উপর ধর্ম ব্যবসায়ী এক শ্রেণির ধর্মান্ধদের ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাই মুড়িতে বর্বরতম হামলার ঘটনা ঘটায়। এ ঘটনায় হেযবুত তওহিদের দুই সদস্যকে সন্ত্রাসীরা প্রকাশ্যে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সামনেই নৃশংসভাবে সোলায়মান খোকন ও ইব্রাহিম রুবেল কে হত্যা করে। এঘটনার দুই বছরের পরও এমন সন্ত্রাসী ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবীতে হেযবুত তওহিদের শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ শফিউল আলম সম্রাট সভাপতিত্বে শেরপুর জেলা শহরের নিউমার্কেট হোটেল সম্রাট এর সম্মেলন কক্ষে ১৪ মার্চ বুধবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হেযবুত তওহিদ শেরপুর জেলা শাখায় সাধারণ সম্পাদক মোঃ আতাউর কবীর এনামুলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, হেযবুত তওহিদের শেরপুর জেলা সভাপতি মোঃ শফিউল আলম সম্রাট। এসময় তিনি বক্তব্যয় বলেন, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় তাদের এমামের বাড়ীতে একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে কতিপয় ধর্মান্ধ অপরাজনীতিকারী নেতাদের নেতৃত্বে হেযবুত তওহিদের দুই সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়ী ঘরে, লুটপাট অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে সারাদেশের ৬৪ জেলা সহ অন্যান্য জেলার মত শেরপুর জেলায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এসময় সংবাদ সম্মেলনে হেযবুত তওহিদ শেরপুর জেলা শাখায় সাংগঠনিক সম্পাদক সৈয়দ লুৎফর রহমান সাদী, সদর উপজেলা সভাপতি জাহিদ হাসান খোকন সহ হেযবুত তওহিদের সদস্য ও সদস্যা এবং জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।