শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 14.03.2018 - 09:02 PM
নকলা (শেরপুর)প্রতিনিধি ।। শেরপুরের নকলায় বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার ডায়াগনিস্টিক সেন্টারের মালিকদের জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করা হয়। ডায়াগনিস্টিক সেন্টার গুলো হলো- মোসলিম উদ্দিন ডায়াগনিস্টিক সেন্টার, সেবা ডিজিটাল ডায়াগনিস্টিক সেন্টার, নিরাময় ডায়াগনিস্টিক সেন্টার ও আধুনিক ডায়াগনিস্টিক সেন্টার। এদের কারও লাইসেন্স নবায়ন না থাকায় প্রতিটি ডায়াগনিস্টিক সেন্টার মালিকদের কাছ থেকে ৫হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমান আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের কর্তৃপক্ষ। এসময় প্রসিকিউটর ডা. রবিউল আকরাম, নকলা থানার এসআই হাফিজ আল আসাদ, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নূরুল ইসলাম ও মনিরুজ্জামান মিলন; টেকনিশিয়ান মজিবুর রহমানসহ দায়িত্ব প্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ অনুযায়ী ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। জানা গেছে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নানাবিধ অনিয়ম দূরীকরনের লক্ষ্যে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।