জামালপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 17.03.2018 - 07:36 PM
জামালপুর প্রতিনিধি।। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জামালপুর জেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। “বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশ থাকবে শিশু ভালো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জামালপুরেও বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কেক কাটা, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের কাচারী শাহী জামে মসজিদ মাঠ প্রাঙ্গন থেকে এক বিশাল র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ রেজাউল করিম হীরা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম বার, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সিভিল সার্জন গৌতম রায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সহ-সভাপতি ইকরামুল হক নবীন প্রমুখ।
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া বিকেলে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা আবৃতিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।