শেরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 17.03.2018 - 10:20 PM
Share icon
  স্টাফ রিপোর্টার॥“বঙ্গবন্ধুর জন্মদিন, রং ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভাল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ শনিবার শেরপুর জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।   এসব কর্মসূচির মধ্যে ছিল জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালী, শিশু সমাবেশ, আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনী ও আদর্শের ওপর তথ্যচিত্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।   শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মো. রফিকুল হাসান গনি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) এ টি এম জিয়াউল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ স ম নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামীলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।   পুষ্পস্তবক অর্পণ শেষে এক বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের নেতৃত্বে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) এ টি এম জিয়াউল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী, সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ.স.ম নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ফখরুল মজিদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন, স্কুল শিক্ষার্থী আবুল হাসান সৌরভ, সুমাইয়া জান্নাত, জাহিদুল ইসলাম প্রমুখ।
Share icon