ডিবিসি নিউজের ক্যামেরাম্যানকে নির্যাতনের প্রতিবাদে শেরপুরে প্রতিবাদ সমাবেশ

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 18.03.2018 - 05:59 PM
Share icon
 
সময় ডেস্ক।। বরিশালে গোয়েন্দা পুলিশ কর্তৃক ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসানকে নির্মম নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। ১৮ মার্চ রোববার জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব এ কর্মসূচির আয়োজন করে।   ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মো. ইমরান হাসান রাব্বীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।   শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. সোহেল রানা’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা, সহ সভাপতি এসএম শহীদুল ইসলাম, শেরপুর জেলা কবি সংঘের সভাপতি সাংবাদিক তালাত মাহমুদ, সিনিয়র সাংবাদিক কালেরকণ্ঠ ও চ্যানেল আই প্রতিনিধি হাকিম বাবুল, ৭১ টিভি প্রতিনিধি ও দেশ বার্তা বিডি ডট কম’র নির্বাহী সম্পাদক রেদওয়ানুল হক আবীর, দেশ টিভি প্রতিনিধি রফিক মজিদ, মাছরাঙা টিভি প্রতিনিধি আবুল হাশিম প্রমূখ।   এসময় বক্তারা বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসানকে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
Share icon