"নিউমার্কেট ব্যবসায়ী সমিতি"র আয়োজনে শেরপুর পৌরসভার মেয়রকে সংবর্ধনা

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 20.03.2018 - 11:40 PM
Share icon
  স্টাফ রিপোর্টার॥ শেরপুর পৌর সভার তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতি করণ (সেক্টর) প্রকল্প এর আওতায় শেরপুর পৌর নিউমার্কেট এর আভ্যন্তরীন রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজ বাস্তবায়ন করায় ১৯ মার্চ সোমবার রাত ৮টায় নিউমার্কেট চত্ত্বরে শেরপুর পৌর সভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, পৌর পরিষদ ও সংশ্লিষ্ট পৌর কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে নিউমার্কেট ব্যবসায়ী সমিতিরপক্ষ থেকে বিশাল সংবর্ধনা দেওয়া হয়।   পৌর নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ লুৎফর রহমান নতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে ক্রেস্ট দিয়ে সকল ব্যবসায়ী নেতৃবৃন্দ সংবর্ধনা প্রদান করেন। পরে একে একে প্যানেল মেয়র, কাউন্সিলর পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।   এসময় নিউমার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কাজী সূরুজ, সহ-সভাপতি এমদাদুল হক হীরা,যুগ্ন- সাধারন সম্পাদক শ্রী প্রলয় কুমার দাস, সদস্য ডাঃ আঃ সালাম, ফরিদুজ্জামান, সামসুল হুদা। এছাড়াও শেরপুর গার্মেন্টস বসায়ী সমমিতির নেতৃবৃন্দদের মধ্যে  উপসিহত ছিলেন জিয়াউর রহমান জুয়েল, দিদার জামান, জহুরুল হক প্রমুখ।   এসময় এমএ মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, পৌর নিউমার্কেট এর ব্যবসায়ীদের বিভিন্ন সময় তাদের দাবী দাওয়া বাস্তবায়ন সহ মার্কেটের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের যথাসাধ্য ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও তাদের দাবী অনুযায়ী মার্কেটের দু’টি গেইট, ল্যাট্রিন সহ সকল অসমাপ্ত কাজ গুলি শীঘ্রই বাস্তবায়ন করা হবে বলে উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সকল ব্যবসায়ীদের আশ্বাস প্রদান করেন।   অনুষ্ঠানে এর আগে ব্যবসায়ীদের দেয়া সংবর্ধিতরা হলো, প্যানেল মেয়র-১ মোঃ আতিউর রহমান মিতুল, প্যানেল মেয়র-২ তৌহিদুর রহমান বিদ্যুৎ, প্যানেল মেয়র-৩ হোসনে আরা বেগম নাজমা, মোঃ রাশেদুল ইসলাম,কাউন্সিলর মোঃ হাবিবুর রহমান, মোঃ রহুল আমীন, মোঃ বাদশা মিয়া, মোঃ আঃ মালেক, মোঃ আমীর হোসেন বাদশা, সংরক্ষিত কাউন্সিলর হামিদা রহমান, মাহমুদা ইয়াসমিন ডলি। এছাড়াও অন্যান্যরা হলেন, পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি আবু লায়েছ মোঃ বজলুল করিম, সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ খোরশেদ আলম প্রমুখ।
Share icon