শেরপুরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে সমাবেশ

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 21.03.2018 - 11:18 AM
Share icon
স্টাফ রিপোর্টার।। জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত “বৈষম্য বিলোপ আইন” দ্রুত প্রণয়নের এবং দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবীতে ২১ মার্চ বুধবার সকাল ১১টায় শেরপুর জেলা শহরের পৌর সভার সাতানী পাড়া সড়কে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।   জাত-পাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়নের জন্য আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।   বাংলাদেশ দলিত ও বঞ্চিত জন গোষ্ঠী অধিকার আন্দোলন শেরপুর জেলা শাখার আয়োজনে ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জন গোষ্ঠী শেরপুর জেলা শাখার সভাপতি মনীন্দ্র চন্দ্র বিশ্বাস, সদস্য বৈদ্য নাথ দে, শেফালী বেগম, জাহাঙ্গীর আলম, মুক্তি বিশ্বাস, মুক্তা হরিজন প্রমুখ।
Share icon