শেরপুরের নালিতাবাড়ীতে বিধবাপল্লির শহীদদের স্মরণে দোয়া

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 25.03.2018 - 10:10 PM
Share icon

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।। শেরপুরের নালিতাবাড়ীতে সোহাগপুর  বিধবাপল্লিতে বিধবাপল্লীর গণকবরে এ দোয়া অনুষ্ঠিত হয় দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত ৮টার দিকে বিধবাপল্লীর গণকবরে এ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ মুকুল তালুকদার, সোহাগপুর শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি  জালাল উদ্দিনসহ নালিতাবাড়ির মুক্তিযোদ্ধারা এবং শহীদ পরিবারের সন্তানরা বিধবাপল্লীর গণকবরে  শহীদদের স্মরণে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই পাকিস্তানী হানাদার বাহিনী কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে আক্রমন চালিয়ে ১৮৭ জনকে হত্যা করে। সে সময় ৬২জন নারী বিধবা হন।

সোহাগপুর গ্রামের বেণুপাড়ার সমস্ত পুরুষ মানুষকে হত্যা করায় স্বাধীনতার পর গ্রামটির নাম বদলে বিধবাপল্লি নামে নাম করন করা হয়।

Attachments area
Share icon