শেরপুরে বিশ্ব পানি দিবস পালিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 28.03.2018 - 12:57 AM
স্টাফ রিপোর্টারঃ‘পানির জন্য প্রকৃতি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণকে করে শেরপুরে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৭ মার্চ মঙ্গলবার সকালে কালেক্টরেট ভবন অঙ্গণ থেকে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
র্যালিতে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাজহারুল ইসলাম, এনডিসি মাসুদ রানা, বাপাউবো শেরপুরের উপ-বিভাগের শাখা কর্মকর্তা ফরহাদ হোসেন, শাখা কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। স্বাগত বক্তব্য রাখেন পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মাজহারুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট রবিউল ইসলাম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।