শেরপুরের নকলা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 29.03.2018 - 02:42 PM
Share icon
 
নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।   পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫১ হাজার ৫৫২ এবং তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী/স্বতন্ত্র) সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ বোরহান উদ্দিন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬৩৬ ভোট। বাতিল ভোটের সংখ্যা ৯৭৮ টি।   ২৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৬৩টি ভোট কেন্দ্রে বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে।   উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ভোটার এক লাখ ৫১ হাজার ২৮৩জন। এর মধ্যে শতকরা ৪৩.৭৪ ভাগ ভোটার এইনির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহন উপলক্ষে উপজেলার সব সরকারি এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ ছুটি ঘোষণা করা হয়।   এছাড়া উপজেলার ৫নং বানেশ্বরদী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এবং গৌড়দ্বার ইউনিয়নের ৮নং ওয়ার্ডে সাধারন সদস্য পদে উপ-নির্বাচনের জন্য ৩১ মার্চ শনিবার বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বলাভা সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটিও ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।   উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার নকলা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ার মাহমুদ এবং ইউপি সদস্য পদে রিটার্নিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ূন কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।
Share icon