জামালপুরে জমি অধিগ্রহন সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন-সংবাদ সম্মেলন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 01.04.2018 - 10:02 AM
জামালপুর প্রতিনিধি: জামালপুরে ৩২০ বছরের পুরানো শ্রী শ্রী রী দয়াময়ী মন্দির ও রাধামোহন জিউ মন্দিরের ভূমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের দয়াময়ী চত্বরে দয়াময়ী মন্দির ও রাধামোহন জিউ মন্দির পরিচালনা কমিটি আয়োজিত মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের শত শত নারী পুরুষ অংশ নেন।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দয়াময়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি বীরেন্দ্র চন্দ্র দাস, দয়াময়ী মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রদীপ কুমার সোম রানু ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বনিক প্রমুখ।
মানববন্ধনে মন্দির কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, মন্দির দুটির পাশে নির্মাণ করা হচ্ছে জামালপুর সাংস্কৃতিক পল্লী (কালচারাল ভিলেজ)। কালচারাল ভিলেজের সৌন্দয্যবর্ধন কাজে ব্যবহার করতে দেবোত্তর সম্পত্তির উপর প্রতিষ্ঠিত দয়াময়ী মন্দিরের সাড়ে ৮ শতাংশ এবং রাধামোহন জিউ মন্দিরের ৫ শতাংশ ভূমি অধিগ্রহনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। মন্দিরের ভূমি অধিগ্রহনের সিদ্ধান্ত নেয়ায় সনাতন ধর্মালম্বীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে ১৪ সেপ্টেম্বর ২০১৫ খ্রিস্টাব্দে জাতীয় একটি পত্রিকায় প্রকাশ করেন যে, “ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় আমরা অঙ্গীকার বদ্ধ”। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী তার দেওয়া অঙ্গীকার রাখবেন। মন্দির রক্ষায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পরে দয়াময়ী মন্দিরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মন্দিরের ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দিয়েছে মন্দির দুটির পরিচালনা কমিটি।