শেরপুরে রাজু হত্যার প্রধান আসামী গ্রেফতার

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 03.04.2018 - 06:07 PM
Share icon

স্টাফ রিপোর্টার: শেরপুরে তরুণ ব্যবসায়ী মাহবুব ইসলাম রাজু হত্যা মামলার প্রধান আসামী আতিকুর রহমান আতিককে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। ২ এপ্রিল সোমবার রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। ৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডের আবেদনসহ পুলিশ ধৃত আতিককে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান উভয় পক্ষের শুনানী শেষে ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আব্দুল্লাহ আল-মামুন বলেন, ব্যবসায়ী মাহবুব ইসলাম রাজু হত্যা মামলার প্রধান আসামী আতিককে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আদালতে সোপর্দ করার পর ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আশা করছি আতিককে রিমান্ডে জিজ্ঞাসাবাদে রাজু হত্যার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে এবং সেইসাথে মামলার তদন্তে অগ্রগতি সাধিত হবে।   উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি রাতে জেলা শহরের পৌরসভার শেখহাটি এলাকার ব্যবসায়ী মাহবুব ইসলাম রাজুকে দুবৃত্তরা হত্যা শেষে দিঘার পাড় এলাকার জনৈক কামাল খানের ধানক্ষেতে লাশ ফেলে রেখে যায়। পরদিন ২৩ ফেব্রুয়ারী শুক্রবার সদর থানার পুলিশ রাজুর লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই এডভোকেট আব্দুল মান্নান বাদী হয়ে আতিকসহ ৪ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এজাহারনামীয় ২ জনসহ ৩জনকে গ্রেফতার করলেও ঘটনার পর থেকেই আতিক পুলিশের গ্রেফতার এড়াতে পলাতক ছিল।
Share icon