শেরপুরে এক যুবকের লাশ উদ্ধার

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 20.04.2018 - 10:46 PM
Share icon
 
সময় ডেস্কঃ শেরপুর জেলার সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরবাবনা কান্দাপাড়া গ্রামের একটি ধানের মাঠ থেকে মো. বাবুল মিয়া (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ। বাবুল সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের চরবাবনা গ্রামের আসাদ মিয়ার ছেলে। তিনি উপজেলার কামারেরচর বাজারে পান-সিগারেট বিক্রি করতেন। ২০ এপ্রিল শুক্রবার সকালে সদর থানা-পুলিশ ঘটনা স্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।   পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে বাবুলের মা হাজেরা খাতুনের সঙ্গে তাঁর বাবা আসাদ মিয়ার বিবাহ-বিচ্ছেদ ঘটে।   পরে সদর উপজেলার কেন্দুয়ারচর গ্রামে হাজেরার দ্বিতীয় বিয়ে হয়। এরপর থেকে বাবুল তাঁর বাবার কাছেই থাকতেন। তবে মাঝে-মধ্যে মা হাজেরার সঙ্গে দেখা করার জন্য কেন্দুয়ারচর গ্রামে যেতেন। ১৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বাবুল তাঁর মায়ের বাড়িতে যান এবং খাওয়া দাওয়ার পর তার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এদিকে রাতে আর বাড়ি ফিরেননি বাবুল।   এরপর অনেক সন্ধান করেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। পরদিন শুক্রবার সকালে কয়েকজন কৃষক ধান খেতে কাজ করতে যাওয়ার সময় চরবাবনা কান্দাপাড়া গ্রামের জনৈক আজমল বি.এস.সি’র এর ধানের ক্ষেতে বাবুলের লাশ পড়ে থাকতে দেখেন। পরে সংবাদ পেয়ে সদর থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।   নিহত বাবুলের জেঠা মো. এমদাদুল হক মাঠু সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বাবুলের দূরসম্পর্কের কয়েকজন মামার সাথে তাঁর নানার বিরোধ চলছিল। এর জের ধরেই তাঁকে (বাবুল) হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ওই মামাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে তিনি জানান।   সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোফাখ্খির হোসেন বলেন, এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখা যায় এবং প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শাস রোধে হত্যা করা হতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
Share icon