ইউএসএ ইনক এর উদ্যোগে নিউইয়র্কে সংবর্ধনা পেলেন শেরপুরের মেয়র লিটন
স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রে সফররত শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনকে সংবর্ধনা দিয়েছেন সেখানে বসবাসরত শেরপুরের প্রবাসীরা। ২৮ এপ্রিল শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রস্থ শেরপুর জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইনক ও শেরপুর জেলা সমিতি ইউএসএ ইনক এর যৌথ উদ্যোগে নিউইয়র্কের জ্যাকশন হাইটসস্থ বাংলাদেশ প্লাজা হলরুমে ওই সংবর্ধনা দেওয়া হয়। ওইসময় উভয় সংগঠনের পক্ষ থেকে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যবসায়ী-চিকিৎসক ও কমিউনিটির পরিচিত মুখ ডাঃ মিনা ফারাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএসএ ইনক শেরপুর জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা সুজিত রানী সরকার, নাহিদ রায়হান লিখন, মোঃ মোসলেম উদ্দিন, সাবেক উপদেষ্টা সারোয়ার এ আলম, সভাপতি জান্নাত রহমান তারামনি।
ইউএসএ ইনক শেরপুর জেলা সমিতির সভাপতি মোঃ মাসুদ পারভেজ মুক্তা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মনির, ইউএসএ ইনক শেরপুর জেলা কল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ হামিদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, সাবেক সভাপতি মোঃ আলাউদ্দীন পলাশ ও ইউএসএ ইনক শেরপুর জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক এএসএম ফেরদৌস কামাল ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ মামুন রাশেদ, সুব্রত সাহা লিপন, মোঃ আক্তারুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন ইউএসএ ইনক শেরপুর জেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মনির ও ইউএসএ ইনক শেরপুর জেলা কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা সাদী।
সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত শেরপুরের প্রবাসীরা মেয়র লিটনের সাফল্যের চিত্র তুলে ধরে তাকে ধন্যবাদ জানান। সেইসাথে তারা নান্দনিক শহর গড়তে আরও কিছু সমস্যা সমাধানের জন্য তার প্রতি দাবি জানান।
অন্যদিকে ডাঃ মিনা ফারাহ শেরপুর পৌরসভার লাশ পরিবহনের জন্য একটি মাইক্রোবাস কেনার অর্ধেক টাকা দিতে ঘোষণা দেওয়ায় অন্যান্য প্রবাসীরা বাকী অর্ধেক টাকা দিতে সম্মতি প্রকাশ করেন।
উল্লেখ্য, আত্মীয়-স্বজনদের সাথে সাক্ষাত ও সময় দিতে সম্প্রতি ২ মাসের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গেছেন শেরপুর পৌরসভার দু’দফায় নির্বাচিত মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক-১ আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।