জামালপুরে মহান মে দিবস পালিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 02.05.2018 - 08:41 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
“শ্রমিক মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা মে মঙ্গলবার সকালে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীটির নেতৃত্বদেন জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর।
এতে অংশনেয় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের শ্রমিক ও কর্মচারীগণ। র্যালী শেষে জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, যুগ্ম সাধারণ সম্পাদক সালে সফিক গেন্দা, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টি’র সভাপতি রেজাউল করিম রেজনু সিআইপি, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য রানা পালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও শ্রমিকলীগের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসুচি মধ্য দিনটি উদযাপন করা হয়েছে।
অপরদিকে মহান মে দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জামালপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল জামালপুর জেলা শাখার উদ্যোগে বিশাল শ্রমিক সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের আহবায়ক শেখ আব্দুস সোবহান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শ্রমিকদলের যুগ্মআহবায়ক আবু হান্নান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, শহিদুর রহমান, রফিকুল ইসলাম, হারুন-অর রশিদ, আনোয়ারুল ইসলাম মিলন, জাহাঙ্গীর আলম আবুল কালাম আজাদ। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমজাদ হোসেন, শহিদুল হক খান দুলাল, সফিউর রহমান সফি, মাইন উদ্দিন বাবুল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, মাজেদুল ইসলাম সাত্তার, ফিরোজ মিয়া, সজিব খান, জামালপুর পৌর শ্রমিক দলের আহবায়ক হারুনুর রশিদ রতন, সদস্য সচিব জাহিদ হোসেন জনি, সিনিয়ন যুগ্মআহবায়ক নওশের আলী, সদর থানা দক্ষিণ শাখার সিনিয়র যুগ্মআহবায়ক আব্দুল মোতালেব, পূর্ব থানার সদস্য সচিব রকিবুল ইসলাম রকি, মেটাল শ্রমিকদলের সভাপতি আলামিন, দালান নির্মাণ শ্রমিকদলের সভাপতি রবিউল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, মাইক্রোবাস শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি জাকিউল হাসান সাবু, সাধারণ সম্পাদক, সুজন আহম্মেদ সফিকুল, বিদ্যুৎ শ্রমিকের আহবায়ক সেকান্দর আলী, যুগ্ম-আহবায়ক জহুরুল ইসলাম, রিকশা শ্রমিকদলের সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক হানিফ উদ্দীন, দর্জি শ্রমিক দলের সভাপতি মতিউর রহমান মতি প্রমুখ।
এছাড়াও জেলা শ্রমিকদল, থানা শ্রমিকদল, পৌর শ্রমিকদল ও বিভিন্ন বেসিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন। এছাড়াও মহান মে দিবস উপলক্ষে জামালপুরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোও পৃথক পৃথক কর্মসুচির আয়োজন করে।