জামালপুর জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 11.06.2018 - 09:06 PM
Share icon
এস.এম হোসাইন আছাদ, জামালপুর॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জামালপুর পুলিশ লাইন্সে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এর এ্যাডিশনাল-ইন্সপেক্টর জেনারেল (এডমিন এন্ড অপস্) মো: মোখলেসুর রহমান বিপিএম(বার)। জামালপুর পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন পিপিএম(বার)'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো: সায়েদুর রহমান খান, জামালপুর ৫ আসনের সাংসদ আলহাজ্ব মো: রেজাউল করিম হীরা, ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, জেলা প্রশাসক মো: আহমেদ কবীর, জামালপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌর সভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, এড. আমান উল্লাহ আকাশ, বিএডিসি (বীজ বিতরণ) উপ-পরিচালক রিয়াজুল ইসলাম ও বিএডিসি (বীজ উৎপাদন) উপ-পরিচালক মোঃ জয়নাল আবেদীন প্রমুখ। এছাড়াও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন। এ সময় তিনি বলেন, এই জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ বদ্ধপরিকর। এছাড়া তিনি আরোও বলেন, সরকার দেশকে মাদক মুক্ত করার জন্য সব রকম চেষ্টা চলিয়ে যাচ্ছে। তাই মাদকমুক্ত জামালপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পুলিশ লাইনস্ এর ইমাম।
Share icon