জামালপুরে রেজাউল করিম রেজনুর আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
সোম, 11.06.2018 - 09:32 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর।।জামালপুরে জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ম কারা মুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় রেজাউল করিম রেজনু সিআইপি’র আয়োজনে তার তমালতলাস্থ বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় রেজাউল করিম রেজনু সিআইপির সভাপতিত্বে সদর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও রানাগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম, তিতপল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মনু, আবুল কাশেম খোকা, শহর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক তারিক মালেক সিজার, বাশচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল হক ফনি, বাশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মতিউর রহমান (চানু), সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি লুৎফুর কবীর বাবু প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও সদর থানা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মো: শাহজাহানসহ জামালপুর সদরের প্রায় সবকটি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, তৃনমূল পর্যায়ের নেতাকর্মী, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি মেম্বার, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও শুধীমন্ডলী মিলে প্রায় ৩ শহস্রাধিক লোকের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি স্বার্থক সমাবেশে পরিনত হয়। আলোচনা সভায় বক্তারা জামালপুরের সকল দোয়া ও ইফতার মাহফিলের আয়োজনের মধ্যে এত সংখ্যাক তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি দেখা মেলেনি। বক্তারা এমন সু-শৃঙ্খল, পরিপাটি আয়োজন ও উপস্থিতি দেখে অভিভুত হন এবং রেজাউল করিম রেজনু সিআইপিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। রেজাউল করিম রেজনু সভাপতির বক্তব্যে বলেন আজ ঐতিহাসিক ১১ জুন জননেত্রী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ম কারা মুক্তি দিবস। এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্যাগ, দেশপ্রেম ও সাহসী ভুমিকার জন্য তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার হত্যার ষড়যন্ত্র হয়েছে। দেশবাসী ও তৃনমূল পর্যায়ের নেতৃকর্মীদের দোয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে বাংলাদেশ ও জাতীর কল্যানে জীবিত রেখেছেন। তিনি বলেন শেখ হাসিনা বাঁচলে আওয়ামী লীগ বাঁচবে, আবার শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে আর বাংলাদেশ বাঁচলে আমরা সবাই বাঁচবো। তাই সবাই মিলে আগামী নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কের যাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর আপনারা জানেন দেশে এত উন্নয়নের পরও জামালপুর সদর উন্নয়ন থেকে অনেকটা বঞ্চিত রয়েছে। আগামী নির্বাচনে আপনারাও প্রকৃত নেতাকে নির্বাচন করবেন যাতে করে জামালপুর সদরে উন্নয়নের ধারা বেগবান ও সমৃদ্ধ হয়।
রেজনু বলেন, পবিত্র মাহে রমজানের এই ক্ষণে পবিত্র দোয়া ও ইফতার মাহফিলে সারাদিন রোজা রেখে আমার ডাকে সারা দিয়ে উপস্থিত হয়েছেন এজন্য আমি আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।
আলোচনা শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ এবং দেশ-জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মুসলিমাবাদ জামে মসজিদের পেস ইমাম মাওলানা মুফতি আবুল হাসেম।