জামালপুরের লক্ষীরচর ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 24.06.2018 - 10:40 PM
জামালপুর জেলা প্রতিনিধি॥ জামালপুর সদরের লক্ষীর চর ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় লক্ষীর চর ইউনিয়নের চরযথার্থপুর গ্রামের মসজিদে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জামালপুর সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি রেজাউল করিম রেজনু সিআইপি। রেজাউল করিম রেজনু সিআইপি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া ও তার আদর্শে লালিত মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ আওয়ামী লীগের এবং এই দলের প্রাণপ্রিয় নেত্রী যার নেতৃত্বে বিশ্বের বুকে বাংলাদেশ আজ মাথা উচু করে দাড়িয়েছে সেই জননেত্রী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইতে। আপনারা জানেন ইতিমধ্যেই সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ব্যাপক ভাবে এগিয়ে গেলেও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। আমি উদাত্তোকন্ঠে বলতে চাই তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ব হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করে আবারো আওয়ামী লীগের নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে। তা না হলে দেশ আবার অশুভ শক্তির হাতে পরে উন্নয়নের চাঁকা পিছনের দিকে ঘুরে যাবে এবং দেশ গভির অন্দকারে ডুবে যাবে। সেই দিক বিবেচনা করে জামালপুর সদর ৫ আসনেও দূর্নীতি মুক্ত, তারুন্যদীপ্ত, সৎ, সাহসী এবং যার জীবনে কোন কলঙ্কের দাগনেই এমন নেতাকেই আগামী একাদশ জাতিয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ানোর জন্য সম্মিলিত ভাবে সোচ্চার হোন। আমি সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। লক্ষীর চর ইউনিয়নের দোয়া মাহফিলে এছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলী মাস্টার, লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক সোজায়ের আলী, উজানপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি মো: মজিবুর রহমানসহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁর কন্যা জননেত্রী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ এবং দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।