জামালপুরের ছোনটিয়া মধ্যপাড়ায় তালুকদার দিঘিতে নৌকা বাইচ অনুষ্ঠিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 17.06.2018 - 02:45 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥ জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের মধ্য ছোনটিয়ায় ১৬টি দলের অংশগ্রহনে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মধ্য ছোনটিয়ায় তালুকাদারের দিঘিতে ÒMedical Assemble Joy Education Religion” (মাজার) গ্রুপের আয়োজনে নৌকা বাইচ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও জামালপুর সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন।
নৌকা বাইচ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ।
নৌকা বাইচ অনুষ্ঠানে মাজারের উপদেষ্টা অধ্যাপক মো: সাইদুর রহমানের সভাপতিত্বে ও সহ-সভাপতি হুমায়ুন আহমেদ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিগপাইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান এম.এ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, সাধারণ সম্পাদক মো: নাজমুল আহসান জনি, সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আফছার আলী ফকির, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মহসীনুজ্জামান মহসীন ও সাধারণ সম্পাদক মো: গোলাম রব্বানী প্রমুখ।
নৌকা বাইচ অনুষ্ঠানে এছাড়াও জেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান শেলী, সদর উপজেলা শ্রমিকলীগের আহ্বায়ক আহসানুজ্জামান চান বিএসসি, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রবিউল ইসলাম রুবেল, সদস্য কামরুল হাসান কনক, দিগপাইত ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নুরু, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান উল্লাহ, যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, কৃষকলীগের আহ্বায়ক মো: জিয়াউল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন পন্ডিত, ছাত্রলীগের সভাপতি সাগর আহাম্মেদ শাহীন, সাধারণ সম্পাদক আলামিন ফকির লালন, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সহস্রাধিক মানুষের সমাগম ঘটে।
নৌকা বাইচ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের উপদেষ্টা মো: শামছুল আলম তালুকদার ও প্রধান সমন্বয়কারী হিসেবে ছিলেন সংগঠনের সভাপতি মো: হামিদুর রহমান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।