জামালপুর পৌরসভার ১৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 20.06.2018 - 08:34 PM
এস.এম হোসাইন আছাদ, জামালপুর :জামালপুর পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের ১৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। জামালপুর পৌরসভা প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এবারের বাজেটে কোন রকম নতুন করারোপ ছাড়াই এই বিশাল অঙ্কের বাজেট ঘোষণা করা হয়। বুধবার সকালে জামালপুর পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।
প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতে আয় ধরা হয়েছে ১৬৮ কোটি ২৫ লাখ চৌত্রিশ হাজার ৬’শ উননব্বই টাকা। ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি ৬৮ লাখ এগারো হাজার চারশত বিরাশি টাকা। পৌর বাজেটে সরকারি ৫টি বড় প্রকল্প অন্তভর্’ক্ত করার কথা বলা হয়েছে। পৌর শহরের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থা, নগর অবকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দেয়া হয়েছে।
পৌর বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র রাজিব সিংহ সাহা, সায়মা হামজা সিমি, ১নং ওয়ার্ড কাউন্সিলর উসমান গণি মুছা, কাউন্সিলর জামাল পাশা, পৌরসভার সচিব নূরুল ইসলাম মিন্টু, হিসাবরক্ষক আসাদুজ্জামান, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও আগামী দিনে তার সমাধানের আশ^াসদেন পৌর মেয়র।