শেরপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 20.06.2018 - 10:59 PM
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ১৯ জুন মঙ্গলবার রাতে নিহতের মামাতো ভাই সোহাগ ওরফে সোহাগ ডাকাত বাড়ী থেকে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ডেকে নিয়ে মোটরসাইকেল যোগে এক সাথে বের হয়ে যায়। পরে রাত সাড়ে ৯ টার দিকে পরিবারের লোকজন শুনতে পারে সোহাগ ডাকাতকে র্যাব গুলি করেছে এবং আল আমীন পালিয়ে গেছে। কিন্তু বুধবার সকাল ১০ টার দিকে তার বাড়ীর পাশেই একটি হলুদ ক্ষেতে আল আমীনের মৃতদেহ পড়ে থাকতে দেখে তার স্বজনরা। স্বজনদের দাবী আল আমীনকে র্যাব গুলি করে মেরেছে। তবে,র্যাব-১৪ জামালপুর কোম্পানী কমান্ডার রাজীব কুমার দে মোবাইল ফোনে জানান, মঙ্গলবার রাতে আমাদের একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযানে শেরপুর সদরের চুনিয়ার চর এলাকায় গিয়েছিলো। ঐসময় মাদক ব্যবসায়ীদের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অভিযানিক দলটি ২ রাউন্ড গুলি ছুঁড়েছিলো। তবে সেসময় কোন হতাহতের সংবাদ জানা যায়নি। বুধবার সকালে গুলিবিদ্ধ এক মাদকব্যবসায়ীর লাশ উদ্ধারের সংবাদ জানা গেছে। উল্লেখ্য, নিহত আল আমীনের বাবা মজিবর রহমানের বাড়ী সদর উপজেলার বলাইয়েরচর গ্রামে। বাবা দুই বিয়ে করায় আল আমীন তার মা ও দুই বোনকে নিয়ে নানার বাড়ী চুনিয়ারচর গ্রামে বসবাস করে আসছি। এ ব্যাপারে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।