দুই মাসেও গ্রেফতার হয়নি শেরপুরে ভাগনেকে বিষ খাইয়ে হত্যা চেষটা মামলার প্রধান আসামী

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 05.07.2018 - 06:45 PM
Share icon
 
শেরপুর প্রতিনিধি : প্রায় দুই মাস পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি ভাগনেকে বিষ খাইয়ে হত্যা চেষ্ঠা মামলার প্রধান আসামী খালা রিয়া। শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি গ্রামে সারোয়ার হোসেন নামে ৬ মাস বয়সি শিশুকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগে গত ৭ মে রাতে ওই শিশুটির মা সুমি বেগম শ্রীবরদী থানায় মামলা দায়ের করলেও অজানা কারণে প্রায় দুইমাস পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি মামলার প্রধান আসামী খালা রিয়া । যদিও পুলিশ বলছে আসামীকে গ্রেফতারের চেষ্ঠা চলছে তবে কোথাও খুঁেজ পাওয়া যাচ্ছেনা তাকে ।   মামলার এজাহার সূত্রে জানা যায় , শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি গ্রামের ছামিউল হকের আত্বীয় আব্দুর রহমানের মেয়ে রিয়া (১৯) পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৩০ এপ্রিল বিকেলে তার নিজ বাড়িতে এসে ছামিউলের ৬ মাস ১০ দিন বয়সের শিশু পুত্র সারোয়ার হোসাইনকে কোলে নিয়ে পার্শ্ববর্তী পুকুর পাড়ে যায়। এসময় রিয়া সেখানে শিশু সারোয়ারের মুখে বিষ ঢেলে দিলে শিশুটি চিৎকার চেচামেচি ও বমি করতে থাকে। এমতাবস্তায় রিয়া শিশুটির মা সুমি বেগমের কাছে নিয়ে গিয়ে বলেন, সারোয়ার বমি করছে। এ কথা শুনে সুমি বেগম সারোয়ারকে কোলে নিলে তার মুখ দিয়ে বিষের গন্ধ পায়। এতে সুমি বেগমের ডাক চিৎকারের বাড়ির অন্যান্য আত্বীয়-স্বজন ছুটে আসে এবং সারোয়ারকে নিয়ে প্রথমে শ্রীবরদী ও পরে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। এরপর সারোয়ারের অবস্থা অবনতি হলে ওই দিন রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।   এদিকে শিশু সারোয়ারের বাড়ি’র লোকজন যখন তাকে নিয়ে হাসপাতালে ছুটাছুটি করছে ঠিক সেসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী রিয়া ও তার অন্যান্য অত্বিয়রা সুমি বেগমের ঘরে প্রবেশ করে ঘরে রাখা নগদ টাকা ও প্রায় ১৬ ভরি স্বর্নালংকার চুরি করে নিয়ে যায় বলে মামলারএজাহারে অভিযোগ করেছেন ওই শিশুটির মা ও মামলার বাদী সুমি বেগম ।   এদিকে শিশু সারোয়ার কিছুটা সুস্থ হলে ঘটনার ২ দিন পর সুমি বেগম বাড়ি ফিরলে দেখতে পায় তার ঘরের স্বর্নালংকার ও নগদ টাকা নেই। প্রাথমিক ভাবে আশপাশের লোকজনের মাধ্যমে জানতে পারে এ ঘটনার সাথে শিশুটিকে হত্যার চেষ্টার পরিকল্পনাকারী রিয়া ও তার আত্বীয়রা জড়িত।
Share icon