জামালপুরে মাদক বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 26.06.2018 - 10:41 AM
এস.এম হোসাইন আছাদ : জামালপুরে “শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে উঠার প্রথম পদক্ষেপ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের দেওয়ানপাড়াস্থ অফিসার্স ক্লাব প্রাঙ্গণ থেকে মাদক বিরোধী র্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালীতে অংশ নেয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন মাদক আসক্ত নিরাময় কেন্দ্রের কর্মকর্তা, জেলা স্কুল, গালর্স স্কুল, সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়, রোভার স্কাউট শিক্ষার্থী ও শিক্ষক, বিভিন্ন এনজিও কর্মকর্তা। র্যালীর নেতৃত্বদেন জামালপুরের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোহাম্মদ কবির উদ্দীন। র্যালী শেষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লোকমান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান ছানা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক শাহ-নেওয়াজ প্রমূখ। অতিথিবৃন্দরা মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস।