শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসানের উদ্যোগে ৩০০ রেইন কোট বিতরন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 26.06.2018 - 12:46 PM
Share icon

.

.
স্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচী ২০১৭-২০১৮ আওতায় ৬ লাখ ২০ হাজার টাকা ব্যায়ে সদর উপজেলা পরিষদের আয়োজনে ২৬ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে রিক্সা-ভ্যান চালক ও নৈশ্য প্রহরীদের মাঝে উন্নত মানের তিনশত রেইন কোট আনুষ্ঠিকভাবে বিতরণ করা হয়।
 
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছানুয়ার হোসেন ছানুর সভাপতিত্বে রেইন কোট বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েজিদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, জেলা যুবলীগ সভাপতি ও কামারেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান, চরশেরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন সুরুজ প্রমুখ।   এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান তার বক্তব্যে জানান, রিক্সা-ভ্যান চালক ও নৈশ্য প্রহরীদের বৃষ্টিতে ভিজে রুটি রুজির জন্য রিক্সা নিয়ে পথে বের হতে না হয় এজন্য তিনি উদ্যাগ নিয়ে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্যদের সাথে পরামর্শ করে বার্ষিক উন্নয়নের অর্থ থেকে এসব রেইন কোট খেটে খাওয়া মানুষের জন্য বিতরণ করার ব্যবস্থা করেছি। তিনি আরও জানান, এ ধরনের কর্মসুচি পরবর্তিতেও অব্যাহত থাকবে।   এসময় সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা রিক্সা-ভ্যান চালক ও নৈশ্য প্রহরীরা বিতরণকৃত রেইন কোট পেয়ে আনন্দ প্রকাশ করেন।
Share icon