জামালপুরে পূজা উদ্যাপন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 29.06.2018 - 07:37 PM
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদ্যাপন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে দয়াময়ী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে জামালপুর পূজা উদ্যাপন কমিটির সভাপতি বীরেন্দ্র চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন কান্তি দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুরের পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক এড. তাপস কুমার পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ সর্মা, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রীমতি পদ্মা বতি দেবী, দয়াময়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা, রাধামোহন জিউ মন্দির পরিচালনা পরিষদ এর সভাপতি বিজন কুমার চন্দ, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, পৌর সভার প্যানেল মেয়র রাজীব সিংহ সাহা, দেওয়ানগঞ্জ পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু জিতেন্দ্র চন্দ চন্দ্র, ইসলামপুরের সভাপতি অমূল্য রতন পাল, মেলান্দহের সভাপতি ডা: ধ্রুব জৌতি ঘোষ, সরিষাবাড়ীর সভাপতি বাবু মিথিল চন্দ্র পাল প্রমুখ। এসময় কেন্দ্রীয় কমিটি, জামালপুর জেলা কমিটি ও বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিকেলে দ্বিতীয় অধিবেশনে নবগঠিত কমিটি গঠন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এর আগে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।