শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 29.06.2018 - 08:31 PM
শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদীতে দুটি পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক ও এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত কৃষক মো. ফরিদ মিয়া (৩০) উপজেলার ধাতুয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। আর নিহত মাদ্রাসা ছাত্রী মায়া আক্তার (৮) উপজেলার শঙ্করঘোষ গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে। সে শঙ্করঘোষ এ জুব্বার দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুটি দুর্ঘটনা ঘটে। জনপ্রতিনিধি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে ফরিদ মিয়া আমন বীজতলা তৈরির জন্য খেতে পানি দিতে ধাতুয়া গ্রামের বাড়িসংলগ্ন সেচযন্ত্রের ঘরে যান। এ সময় সেচযন্ত্রে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে আকস্মিকভাবে তিনি বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। আত্মীয়-স্বজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মো. আনিসুর রহমান তাঁকে (ফরিদ) মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে বৃহস্পতিবার প্রায় একই সময়ে মায়া আক্তার শঙ্করঘোষ গ্রামের নিজ বাসায় ফ্যানের সুইচ দেওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জোবায়ের হোসেন বিদ্যুৎস্পৃষ্টে ফরিদ ও মায়ার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে গতকাল শুক্রবার বিকেলে প্রথম আলোকে বলেন, অতিরিক্ত জেলা হাকিমের (এডিএম) অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে নিহতদের লাশ গত বৃহস্পতিবার দিবাগত গভীররাতে নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।