জামালপুর সদরের তৃণমূল নেতাকর্মীদের দাবী রেজনু হোক নৌকার মাঝি

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 30.06.2018 - 08:02 PM
Share icon
 
এস.এম হোসাইন আছাদ, জামালপুর॥ জামালপুর সদর উপজেলা নান্দিনায় তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের মূল্যায়ন ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষে বিশাল জনসভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নান্দিনা মডেল একাডেমী সংলগ্ন ফুটবল খেলার মাঠে রানাগাছা ইউনিয়নের তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের ডাকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেলের এই জনসভায় দুপুরের পর থেকে সদরের ১৫টি ইউনিয়ন, পৌর শহরসহ বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, পাড়া-মহল্লা থেকে থেকে তৃণমুলের নৌকা পাগল জনতা ও নেতাকর্মীরা নৌকার প্রতীক, ব্যানার, ফেস্টুন ও বৈঠা  হাতে নিয়ে মিছিলের পর মিছিল করে সমাবেশস্থলে আসতে থাকে। দুপুর গড়িয়ে বিকেল হতেই  সভাস্থলে জনতার ঢল এসে জনসমুদ্রে পরিনত করে।   জনসভা ও সুধী সমাবেশে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও রানাগাছা ইউপি চেয়ারম্যান আলহ্জ্বা মো: আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ জামালপুর জেলা শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এফবিসিসিআই পরিচালক, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম রেজনু সিআইপি।   জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যারা এক সাথে শাহাদত বরণ করেছেন, গনতান্ত্রিক লড়াই, সগ্রামে যারা আত্মত্যাগ করেছেন ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, উপস্থিত সর্বোস্তরের জনতাকে ছালাম ও কৃতজ্ঞতা জানিয়ে প্রধান অতিথি রেজাউল করিম রেজনু সিআইপি বলেন, এই বিশাল জনসমুদ্রে এসে আমার কাছে এটাই প্রমানিত হয়েছে যে সদরের সর্বোস্তরের মানুষের ভালবাসা ও দোয়া আমার প্রতি রয়েছে। আমি জানি জাতীর জনকের কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা যোগ্য দেশ পরিচালনায় বাংলাদেশ বিশ্বের দরবারের উন্নয়নের রোলমডেল হিসেবে এগিয়ে চলেছে। জামালপুর জেলাতেও মেলান্দহ মাদারগঞ্জসহ অন্যান্য উপজেলাগুলোতে ব্যাপক উন্নয়ন হয়েছে। কিন্তু দুঃখ ও বেদনার সাথে বলতে হচ্ছে জেলার প্রাণকেন্দ্র সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সর্বত্রই আপনারা উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছেন। এখনও গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট বিভিন্ন অবকাঠামো দিক থেকে রয়েছে পশ্চাদপদ অন্ধকারে। আপনাদের এই দুঃখ দুর্দশা বঞ্চনা অবহেলা শুধু মাত্র যোগ্য দেশপ্রেম বর্জিত অদক্ষ্য ব্যর্থ নেতৃত্বের কারণে।  [caption id="attachment_6297" align="aligncenter" width="598"] বিশাল জনসভা ও সুধী সমাবেশের একাংশ[/caption] তিনি আরো বলেন, আপনারা আজ এই জনসমুদ্রে আমার প্রতি যে ভালবাসার পরিচয় দিয়েছেন এবং যে সমর্থন আজ আপনারা প্রকাশ করলেন আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই তবে অবশ্যই আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের এই ভালবাসার ঋন শোধ করার চেষ্টা করব, সেই সাথে আপনাদের সকল অবহেলা ও অন্ধকার দুর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের প্রাণের দাবী আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর আসনের মনোনয়ন দেওয়া হোক। আমার বিশ্বাস জাতীর জনক শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আপনাদের প্রত্যাশা ব্যর্থ করবেন না।   রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের সাবেক ভিপি মো: ফারুক হোসেন শাহিনের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের সাবেক ভিপি, জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম মনু, সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আলী মাস্টার, সহ-সভাপতি  মো: আবুল কাশেম খোকা, আলহাজ্ব মো: আকরাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হযরত আলী রিপন, শহর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক তারেক মালেক সিজার, নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের সাবেক ভিপি ও রানাগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: ফজলুল হক, সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি লুৎফুল কবীর বাবু ও নান্দিনা শেখ আনোয়ার হোসাইন কলেজের সাবেক ভিপি যুুগ্ম সাধারণ সম্পাদক মো: হাসানুজ্জামান জিল্লু, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বরাত সরকার প্রমুখ।  
Share icon