শেরপুরে মাদ্রাসার সুপারকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 12.07.2018 - 08:41 PM
Share icon
  সময় ডেস্কঃ শেরপুর জেলার সদর  উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা জাব্বারিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আবুল কামাল কর্তৃক সুপার মো. আইন উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই বৃহস্পতিবার দুপুরে শেরপুর সদর উপজেলার চৈতনখিলা এলাকায় মাদ্রাসার সামনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসীরা এ মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।   বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জামিয়াতুল মোদারেছিনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. মেরাজ উদ্দিন, চৈতনখিলা জাব্বারিয়া দাখিল মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা মুনছর আলী, শিক্ষার্থী বায়েজিদ, রুখসানা বেগম, আবু রাশেদ প্রমুখ।   মানববন্ধনে বক্তারা বলেন, মাদ্রাসার বিভিন্ন বিষয় নিয়ে মাদ্রাসার সুপার আইন উদ্দিনের সাথে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি আবুল কালামের দ্বন্দ্ব ও বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৮ জুলাই রোববার সকালে আবুল কালাম তাঁর চৈতনখিলা বটতলা বাজারের ব্যক্তিগত কার্যালয়ে ডেকে নিয়ে সুপার আইন উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করায় কালাম সুপার আইন উদ্দিনকে কিলঘুষি ও বেদম মারপিট করেন। এক পর্যায়ে তিনি (কালাম) সুপার আইন উদ্দিনকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেন। এ ঘটনার বিচার দাবি করে ও নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে সুপার আইন উদ্দিন সদর থানা ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ জেলা ও পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার নিকট আবেদন জানিয়েছেন।   মানববন্ধনে বক্তারা এ ঘটনার জন্য দায়ী মাদ্রাসার সাবেক সভাপতি আবুল কালামকে অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য দাবি জানান।   এদিকে অভিযোগ অস্বীকার করে সাবেক সভাপতি আবুল কালাম বলেন, মাদ্রাসার সুপার আইন উদ্দিন বিভিন্ন সময়ে তাঁর দুর্নীতি ও অপকর্ম ঢাকতে তাঁর (আবুল কালাম) বিরুদ্ধে কয়েকজন শিক্ষককে নিয়ে এ ধরনের ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন অভিযোগ করেছেন।
Share icon