শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী গুরুতর আহত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 12.07.2018 - 09:31 PM
শেরপুর প্রতিনিধি ॥ শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নামা পাড়া গ্রামে ১২ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে বিদ্যুৎতায়িত হয়ে স্বামী-স্ত্রী হতাহতের ঘটনা ঘটেছে। বিদ্যুৎতের সঞ্চালন লাইনের খুঁটির আথিং তার বিদ্যুৎতায়িত হয়ে জহুরুল হক (জরুল) (৬০) মারা যায়। এসময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী হুনুফা বেগম (৫০) এর শরীর ঝলসে গিয়ে আহত হয়। পরে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জহুরুল হক (জরুল) কে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরশেরপুর নামা পাড়া গ্রামে মৃত মগর আলীর ছেলে জহুরুল হকের এক নাতি বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বশতবাড়ীর পার্শ্বে বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটির আথিং তারে জড়িয়ে পড়ে। এসময় জহুরুল হক নাতিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়। পড়ে স্ত্রী হুনুফা বেগম স্বামী জহুরুল হককে বাঁচাতে গিয়ে বিদ্যুৎতায়িত হলে, তার মুখোমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায়। এসময় এলাকাবাসী আত্মীয় স্বজন স্বামী-স্ত্রী উভয়কে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক জহুরুল হক (জরুল) কে মৃত ঘোষণা করেন। স্ত্রী হুনুফা বেগম সদর হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে।