শেরপুরের পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 24.07.2018 - 10:03 PM
শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলার সদর উপজেলার ৬নং পাকুড়িয়া ইউনিয়নের শেরপুর-নালিতাবাড়ী সড়কের চৈতনখিলা বাজার এলাকায় ২৪ জুলাই মঙ্গলবার দুপুর ১টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীর সভাপতিত্বে,উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণকারী সংস্থার অর্থ্যায়নে ১ কোটি ২৭ লক্ষ টাকা ব্যয়ে মেসার্স আর এইচ কনষ্ট্রাকশন ৩৫ শতাংশ জমির উপরে পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বাস্তবায়নের কাজ করবে বলে উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক জানান। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও যুবলীগের নেতা মোঃ কফিল উদ্দিন, শহর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, নিজাম উদ্দিন মডেল কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান সাঈদ, উপ-সহকারী প্রকৌশলী জাহিদুল আলম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কোহাকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া বিএসসি, ইউপি ভবন নির্মাণকারী ঠিকাদার সারোয়ার হোসাইন সূজন, , সাবেক ছাত্রলীগ নেতা মতিউর রহমান মতিন, নিজাম উদ্দিন কলেজের শিক্ষক-কর্মচারী, ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউনিয়নের এক প্রান্তে চৈতনখিলা বাজার এলাকায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করা হলে ৩নং ওয়ার্ডের জনগন সবচেয়ে বেশী ভোগান্তির শিকার হবে বলে এলাকাবাসীর অভিযোগ। এদিকে পাকুড়িয়া ইউনিয়নের একাধিক জনগনের প্রানের দাবী, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ইউনিয়নের মধ্যবর্তী স্থানে গনইভরুয়া পাড়া/চকপাড়/ ফকিরপাড়া এলাকায় নির্মাণ করা হওক। এলাকাবাসীর অভিযোগ অবিলম্বে উক্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবননের নির্মাণ কাজ বন্দ করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ইউনিয়নের মধ্যবর্তী স্থানে নির্মাণ করা হউক। তাই তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এলাকাবাসী জানান,আমাদের এ দাবী না মানলে সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হবে।