জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 19.07.2018 - 02:57 AM
Share icon
 
এস.এমহোসাইনআছাদ, জামালপুর॥ মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসকের আয়োজনে ফলদ, ঔষধী ও বিভিন্ন প্রজাতির চারারোপণ করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভায় জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীর।   এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ কবির উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হীরু, জামালপুর বন-বিভাগের ভারপ্রাপ্ত ফরেস্টার খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান প্রমুখ।   এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল ও জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, জামালপুর সদর থানার ওসি নাছিমুল ইসলামসহ বিশিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। জানা গেছে, জামালপুর জেলায় ফলজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির ৫৪ হাজার গাছ পর্যায়ক্রমে রোপণ করা হবে।
Share icon