জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 19.07.2018 - 02:57 AM
এস.এমহোসাইনআছাদ, জামালপুর॥ মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসকের আয়োজনে ফলদ, ঔষধী ও বিভিন্ন প্রজাতির চারারোপণ করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে এক আলোচনা সভায় জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীর। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর পুলিশ সুপার দেলোয়ার হোসেন পিপিএম বার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ কবির উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হীরু, জামালপুর বন-বিভাগের ভারপ্রাপ্ত ফরেস্টার খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমান প্রমুখ। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল ও জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিল, জামালপুর সদর থানার ওসি নাছিমুল ইসলামসহ বিশিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। জানা গেছে, জামালপুর জেলায় ফলজ, ঔষধীসহ বিভিন্ন প্রজাতির ৫৪ হাজার গাছ পর্যায়ক্রমে রোপণ করা হবে।