শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন 

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 19.07.2018 - 03:14 AM
Share icon
  সময়  নিউজ ডেস্ক।। মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের স্মরণে জাতীয় বৃক্ষরোপন দিবস উপলক্ষে ১৮ জুলাই বুধবার সারাদেশের ন্যায় শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট ডিসি উদ্যান চত্ত্বরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।   এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশরাফ হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহসানুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এজেড সাইয়েদ মোরশেদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. পীযুষ চন্দ্র সূত্রধর, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীগণ।   বৃক্ষরোপন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও অতিথিগণ বলেন, শেরপুর সদরসহ ৫ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ, ঔষুধী এবং বিভিন্ন প্রজাতির ৪০ হাজার বৃক্ষ রোপন করা হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং অফিস আদালত বাড়ীর আঙ্গীনায় সবুজায়ন করে ৪০ হাজার এ বৃক্ষরোপন কর্মসূচীকে বাস্তবায়ন করে বাংলার অক্সিজেন সমৃদ্ধি করতে হবে। এছাড়াও জলবায়ু পরিবর্তনে সবাইকে বৃক্ষরোপন করার উদ্যোগী হতে হবে এবং এতে করেই দেশের সর্বত্র সবুজায়ন গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Share icon