জামালপুরে সাংবাদিকের বাসভবনে গ্রীল ভেঙ্গে নগদ টাকা-স্বর্ণালংকার চুরি

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 22.07.2018 - 08:29 PM
Share icon
 
জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করনের নির্বাহী সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের জামালপুর প্রতিনিধি সাংবাদিক লুৎফর রহমানের বাসভবনের গ্রীল ভেঙ্গে ভেতর থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও দলিলপত্র চুরি করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এই ঘটনা ঘটে। সাংবাদিক লুৎফর রহমান সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।   সাংবাদিক লুৎফর রহমান জানান, শনিবার রাতে শহরের কাচারীপাড়া নিউ কলেজ রোডে তাদের বাসার গ্রীল ভেঙ্গে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। এ সময় স্ট্রীলের আলমিরা থেকে নগদ ১ লাখ ২৩ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, বিভিন্ন দলিলপত্র এবং একটি মোবাইল ফোন চুরি করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে রাতে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রোববার সকালে সদর থানার ওসি তদন্ত মোঃ রাশেদুল হাসান সাংবাদিকের বাসভবন পরিদর্শন করেন এবং দ্রুত দুর্বৃত্তদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।   এর আগে ২০১৬ সালে ওই বাসার গ্রীল কেটে সাংবাদিক পরিবারকে জিম্মি করে তার মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় সাংবাদিকরা ব্যাপক আন্দোলন করলেও ঘটনার সাথে জড়িত কাউকে খোঁজে বের করতে পারেনি পুলিশ। দুর্বৃত্তদের আইনের আওতায় আনা এবং জেলার সকল সাংবাদিক পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জামালপুরের কর্মরত সাংবাদিকদের।      
Share icon