শেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 24.07.2018 - 02:26 AM
শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুলাই সোমবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট ভবন অঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকারের উপ-পরিচালক এ,টি,এম, জিয়াউল ইসলাম। সহকারি কমিশনার মেজবাউল আলম ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার খালিদ বিন নূর প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনডিসি মঞ্জুর আহসান, খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, সরকারি কলেজের সহকারি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন অর-রশিদ, বিসিকের উপ-ব্যবস্থাপক তামান্না মহল, জেলা তথ অফিসার তাহলিমা জান্নাত, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী প্রমূখ। অনুষ্ঠানে পাবলিক সার্ভিস দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেজবাউল আলম ভূইয়া। অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বর্তমান সরকারের সাফল্যে নিয়ে বলেন, আমাদের দেশে আগে খাদ্য ঘাটতি ছিলো। শেখ হাসিনার আমলে এখন আর ঘাটতি নেই। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১সালের মধ্যে উন্নয়নশীল দেশ হবে। তাই সরকারি অফিসের প্রধানরা নিজ নিজ স্থান থেকে একসাথে কাজ করার কথাও বলা হয়।