শেরপুরে পৃথক ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শুক্র, 27.07.2018 - 07:03 PM
শেরপুর প্রতিনিধি : শেরপুরে বিদেশি পিস্তল ও পিস্তলের দুই রাউন্ড গুলি সহ একজন, ফেসবুকে কোরআন শরিফ অবমাননা করার দায়ে একজন ও চাচীর হাত কেটে ফেলার মামলায় একজন সহ পৃথক তিনটি ঘটনায় তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ । গেল রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে জেলার শ্রীবরদী উপজেলার জোলগাওঁ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ওসি নওজেশ আলী মিয়ার নেতৃত্বে এস আই সজিব খান,এস আই হাসিবুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে তার ঘরের নিজ বালিশের নিচথেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ ওই এলাকার আলফাজ দেওয়ানীর ছেলে হযরত আলী ওরফে বাসু মেম্বার (৪২) কে আটক করে । বাসু এলাকার চিহ্নিত চোরাকারবারী। সহোদর ভাইকে হত্যা করার অভিযোগ সহ তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এদিকে নালিতাবাড়ী থানায় দায়ের করা চাচীর হাত কেটে ফেলার মামলায় ভাতিজা জাহাঙ্গীর (২৮) কে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী পশ্চিমপাড়া মসজিদে আশ্রয় নেয়া চাচী অবিরণ বেগমকে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে হাত কেটে ফেলে । পরে ওই ঘটনায় স্বামী জিয়াউল হক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় গত ১৪ জুন মামলা দায়ের করলে শুকবার রাতে ঢাকার গাজীপুর থেকে এই মামলা প্রধান আসামী জাহাঙ্গীরকে গ্রেফতার করে। জাহাঙ্গীর নন্নী পশ্চিমপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। এই মামলা অন্য আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে আজ দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের জানিয়েছেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। শাহ আলম নরসিংদী জেলার মনহরদি উপজেলার গুদারাঘাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। শুক্রবার রাতে শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ নারায়নগঞ্জের পাগলা থেকে তাকে আটক করে। এ ব্যাপারে শেরপুর সদর উপজেলার কুমরী গ্রামের শরিফ মিয়া নামে একজন বাদী হয়ে মামলা দায়ের করেছে।