জামালপুরে হৃদয়ে বাংদেশ চিত্র প্রদর্শনীর উদ্বোধন
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
শনি, 28.07.2018 - 09:08 PM
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরে হৃদয়ে বাংলাদেশ ৪ দিনব্যাপী চিত্র প্রদর্শনীর জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উদ্বোধন করা হয়েছে।শুক্রবার রাতে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে চিত্র শিল্পী বিশ্বজিত সোম এর আয়োজনে চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উদ্বোধন করেন, কবি সাহিত্যিক ও রাজনীতিবিদ আলহাজ্ব এড. মুহাম্মদ বাকী বিল্লাহ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চিত্র শিল্পী ও শিক্ষাবিদ প্রফেসর ড. এস এম জাহিদ হোসেন, চিত্র শিল্পী ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ সুখন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মাসুম আলম খান প্রমূখ।চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে কচি-কোমল হাতের তুলির রঙ্গের স্পর্শে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ গ্রাম বাংলার চিরায়ত সুন্দর দৃশ্য চিত্রায়ীত করেছেন, জামালপুর জিলা স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী আদনান আবিদ খান, জিলা স্কুলের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ আরাফাত হাওলাদার, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী শামীমা আক্তার সুমাইয়া, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী তাসবীহ্ জামান ত্বাবা, ঢাকা মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী তানজিমুন লাবিবা অন্বেষা।চিত্র প্রদর্শনী হৃদয়ে বাংলাদেশ চলবে ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত বিকেল ৩টা হতে রাত ৮টা পর্যন্ত পাবলীক লাইব্রেরী মিলনায়তনে.....