শেরপুর জেলা অটোটেম্পু - অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন নির্বাচন স্থগিত

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বুধ, 01.08.2018 - 12:57 PM
Share icon
   
স্টাফ রিপোর্টার॥শেরপুর জেলা অটোটেম্পু -অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়ন (পূর্বের মেয়াদ উর্ত্তীণ কমটি যাহার রেজিঃ নং-৪৫৮৮) নির্বাচনকে ময়মনসিংহ আঞ্চলিক শ্রম দপ্তরের  এক প্রজ্ঞাপন ও পত্রাদেশের মাধ্যমে স্থগিত করেছে।   স্থগিতাদেশ পত্রের মাধ্যমে জানা গেছে, শ্রম দপ্তর পত্র নং-আশ্রদ/ময়মন/ঢাকা ৪৫৮৮/৪৭ তাং ১৯/৭/২০১৮ইং তারিখের নিদের্শনায় শেরপুর জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের আহুত নির্বাচনটি ট্রেড ইউনয়িন বিষয়ে প্রযোজ্য নির্দেশাবলীর সঙ্গে সাংঘর্ষিক যা আদালত অবমাননার শামলি। তাই এই মর্মে উক্ত নির্বাচন স্থগিত এবং সকল নির্বাচনী কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়েছে।   এছাড়াও সমঝোতার লক্ষে আজ ১আগষ্ট সকাল ১০ঘটকিায় আঞ্চলিক শ্রম দপ্তরে উভয় পক্ষের অনুন্য তিন জন করে উপস্থিত থেকে বিরোধ নিষ্পত্তি করার লক্ষে অংশ গ্রহণ করার আহ্বান জানানো হয়। সেই সাথে সকল শ্রমিকদের অংশগ্রহণ মূলক নির্বাচনের জন্য নেতৃবৃন্দদেরকে আহ্বান জানায় আঞ্চলিক শ্রম দপ্তর।   এ ঘটনায় শেরপুর জেলা অটোটেম্পু অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-৪৫৮৮)আহ্বায়ক আব্দুল হান্নান সহ আহ্বায়ক কমিটির অন্যান্যরা ৪ আগস্ট নির্বাচনের বিষয়টি জানতে পেরে আইনের আশ্রয় নেন।   আহ্বায়ক আব্দুল হান্নান “সময় বিডি২৪ ডটকম”কে জানান, শ্রম দপ্তর কর্তৃপক্ষ কর্তৃক গত ২৩ডিসেম্বর ২০১৭ইং তারিখে ৫সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করে দেন। এ কমিটিকে না জানিয়ে পূর্বের মেয়াদ উত্তীর্ণ শ্রমিক ইউনিয়নের কতিপয় নেতাকর্মী সংগঠনের নিয়মনীতি এবং শ্রম দপ্তরের নেতৃবৃন্দকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজেরাই একটি প্রহসনের নির্বাচন করতে আহ্বায়ক কমিটি গঠন করে আগামী ৪ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে। [caption id="attachment_6573" align="aligncenter" width="416"] ২৩ডিসেম্বের ২০১৭ইং তারিখে আহ্বায়ক কমিটির সভার ছবি[/caption]   উল্লেখ্য,র্বতমান সংগঠনের মেয়াদ উর্ত্তীণ হওয়ার পরেও তারা কোন সাধারণ সভা এবং নির্বাচন না দেওয়ায় শ্রম আইনের ৩০ ধারা মোতাবেক সাধারণ শ্রমিকরা আব্দুল হান্নানকে আহ্বায়ক করে শ্রম অধিদপ্তরে আবেদন করলে অনতিবিলম্বে নির্বাচন দেওয়ার জন্য শ্রম অধদিপ্তর আহ্বায়ককে নির্দেশ  প্রদান করেন।   সেই সময়, গত ২৩ ডিসেম্বের ২০১৭ইং তারিখে শেরপুর জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমকি ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে আয়োজিত এক সভায় ঢাকা বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত সভা শেষে উপ-পরচিালক মহব্বত হোসাইন শ্রমিক ইউনিয়নের নির্বাচনের ৫সদস্য বিশিষ্টি  উপ-কমটি ঘোষণা এবং নির্বাচন পরচিালনা কমিটি গঠন করে দেন।   ঐসময় শেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফখরুল মজিদ খোকনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। নির্বাচন পরচিালনা কমিটির অপরাপর সদস্যরা ছিলেনন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শ্রমিক নেতা রবিউল ইসলাম রিপন, আক্তারুজ্জামান ও রফিকুল ইসলাম। সভায় শেরপুর সদর উপজেলা, নকলা উপজেলাসহ বিভিন্ন উপ-কমিটির কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।  
Share icon