২১ আগষ্ট গ্রেনেড হামলার বিচারের দাবিতে শেরপুরে আওয়ামীলীগের একাংশের সমাবেশ

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 23.09.2018 - 07:49 AM
Share icon
Image

 

বিশেষ প্রতিনিধি,শেরপুরঃ ঐতিহাসিক ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক জিয়া ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সকল আসামীর ফাঁসির দাবিতে শেরপুরে বৃহৎ সমাবেশ করেছে আওয়ামী লীগের একাংশ। সমাবেশে তারেক জিয়াকে বক্তরা দূর্নীতির বরপুত্র বলে আখ্যায়িত করে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে আবেদন করেন।আজ শনিবার ২২ অক্টোবর অনুষ্ঠিত সমাবেশটি ২১ আগষ্ট গ্রেনেড হামলার বিচারের দাবিতে অনুষ্ঠিত হয়।পরে সমাবেশটি আগামি নির্বাচনে শেরপুর সদর আসনের সরকার দলীয় এমপি  হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে নিজ দলের অপর মনোনয়ন প্রত্যাশি  উপজেলা চেয়ারম্যানে ছানোয়ার হোসেন ছানুর নির্বাচনী বড় শোডাউনে পরিনত হয়। শনিবার বিকেলে শহরের খোয়ারপাড় শাপলাচত্তর মোড়ে আয়োজিত ওই সমাবেশটি হাজার হাজার দলীয় নেতা-কর্মীর ‘আতিক ছাড়া নৌকা চাই, নৌকার মাঝি ছানু ভাই’ শ্লোগানে উত্তাল হয়ে উঠে।  

সদর উপজেলা ও শহর কৃষক লীগের যৌথ উদ্যোগে আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-১ হুমায়ুন কবীর রুমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী  ছানুয়ার হোসেন ছানু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামী লীগ নেতা এডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাছান ও পৌর প্যানেল মেয়র তৌহিদুর রহমান বিদ্যুৎ।

শহর কৃষক লীগের সভাপতি রুকনুজ্জামান রঞ্জুর সভাপতিত্বে সমাবেশে বক্তরা একাদশ জাতীয়  সংসদ নির্বাচনে দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের দাবি-দাওয়ার মূল্যায়নের স্বার্থে সদর আসন থেকে ছানুয়ার হোসেন ছানুকে দলীয় প্রার্থী করতে দলের প্রধানের প্রতি আহবান জানান। 

Share icon