জামালপুরে বেবী এমপির পক্ষে লিপলেট বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 27.09.2018 - 05:29 AM
Share icon
Image

জামালপুর প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী হিসেবে আগাম নৌকা মার্কায় ভোট চেয়ে এমপি মাহজাবিন খালেদের পক্ষে লিপলেট বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও পথসভা কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকালে জামালপুর সংরক্ষিত আসনের এমপি মাহজাবিন খালেদ বেবী মোশাররফের পক্ষে অষ্টম দিনের মতো ইসলামপুর পৌর শহরস্থ খালেদ মোশাররফ বীর উত্তম স্মৃতি পরিষদ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ উপজেলার গাইবান্ধা, গোয়ালেরচর, চরগোয়ালিনী ও চরপুটিমারী ইউনিয়নের বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় বেবী মোশাররফের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে লিপলেট বিতরণ করাসহ পৃথক পৃথক একাধিক পথসভাও করেছে তারা। ছয় শতাধিক মোটরসাইকেলের ওই শোভাযাত্রায় অংশ নেয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী। নেতৃবৃন্দরা বলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ২নং সেক্টর কমান্ডার মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তমের কন্যা এমপি মাহজাবিন খালেদ বেবী মোশাররফ নিরলস ভাবে নদী ভাঙন কবলীত এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যদি আগামী নির্বাচনে তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়, তবে এ আসনে বিপুল ভোটে বিজয়ের মুখ দেখতে পাবেন আওয়ামী লীগ। কারণ ইসলামপুরের মাটি ‘মোশাররফ’ পরিবারের ঘাঁটি। উল্লেখ্য, ইসলামপুর আসনে এমপি বেবী মোশাররফকে মনোনয়ন দেওয়ার দাবিতে ১৬ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও পথসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে স্থানীয় নেতা-কর্মীরা।

Share icon