জামালপুরে ডিপিএফ এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 08.03.2022 - 08:29 PM
Share icon
Image

এস.এম হোসাইন আছাদ, জামালপুরঃ
“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উপলক্ষে জামালপুরে ডিপিএফ’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ মঙ্গলবার বিকেলে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)’র উদ্যোগে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ডিপিএফ, জামালপুরের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ডিপিএফ, জামালপুরের সহ-সভাপতি কবি সাযযাদ আনসারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলরুবা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামরুন্নাহার প্রমুখ। বক্তব্যে শুরুতেই ধারণাপত্র পাঠ উপস্থাপন করেন সরিষাবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন। আলোচনা সভায় ধন্যবাদ জ্ঞাপন করেন- ডিপিএফ, জামালপুরের সদস্য সাংবাদিক তানভীর আহমেদ হীরা।

অনুষ্ঠিত আলোচনা সভায় পিফোরডি’র প্রকল্পের জামালপুর জেলা সহায়ক মো. শফিকুজ্জামানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- নারীদের বৈষম্য দুরীকরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুরুষের সাথে নারীদের সমানতালে চলতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বক্তরা- নারীর ক্ষমতায়ন ও নারী পুরুষের সমধিকার বাস্তবায়নে সকলকে এক সাথে কাজ করার আহŸান জানান। 

Share icon