প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত - শেরপুরে তবলীগ জামাতের দুপক্ষের উত্তেজনা।

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
বৃহস্পতি, 15.11.2018 - 11:50 PM
Share icon
Image


মাসুদ হাসান বাদল।। ১৪ নভেম্বর বুধবার বিকাল থেকেই শেরপুর শহরের শেখহাটি এলাকার রৌহা বিলে মাওলানা শাদ অনুসারি তবলীগ জামাতের একাংশের অনুসারিরা জমতে থাকে জেলা ভিত্তিক ৩দিন ব্যাপি এস্তেমা করার জন্য।তবে শাদ পন্থিদের প্রশাসনের অনুমতি ছিলনা।

এই এস্তেমার খবর শুনেই মাওলানা শাদ বিরোধীরা শেখহাটি বাজারে আসে বাঁধা দিতে। দুপক্ষই মুখোমুখি অবস্থান নিলে এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পুলিশ মাঝখানে দাড়িয়ে পরিস্থিতি শান্ত করে। রাতে প্রশাসন থেকে দুপক্ষের শীর্ষ স্থানীয়দের ডেকে নিয়ে সার্কিট হাউজে আলাদা আলাদা আলোচনা করে।

এ সময় শেখহাটি বাজার এলাকায় শাদপন্থিদের এস্তেমা করার অনুমতি নাপওয়ার জন্য শহরের থানামোড়ে বিক্ষোভ করে। এ নিয়ে দুই পক্ষই কঠোর অবস্থানে চলে যায়। রাত ভর শাদ অনুসারিরা শেখহাটি ও আশেপাশের এলাকার মসজিদ গুলোতে অবস্থান করে।

রাত দেড়টার দিকে বিষদ আলোচনা শেষে প্রশাসন জানিয়ে দেয় জাতীয় নির্বাচনের ইস্তাহার ঘোষনা হয়েছে নিরাপত্তার কারণে আপাতত এস্তেমা করার অনুমতি দেওয়া যাবে না। অন্য পক্ষকেউ শান্ত থাকার পরামর্শ দেন। এ নিয়ে প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপে রাতেই পরিস্থিতি শান্ত হয়।

অবশেষে ফজর নামাজ শেষে কয়েক হাজার মুসুল্লির উপস্থিতিতে অল্প সময় বয়ানের মধ্যদিয়ে শেখহাটির এস্তেমার পরিসমাপ্তি ঘটে। এসময় পুলিশ এসে সবাইকে শান্তিপূর্ণ ভাবে এস্তেমা স্থান ত্যাগ করার অনুরোধ করলে শাদপন্থিরা চলে যায়।

 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন,পরিস্থিতি এখন শান্ত ও নিরাপত্তার কারণে অনুমতি দেওয়া হয়নি। আলোচনার মাধ্যমেই দুপক্ষের আলেমদের শান্ত  করা গেছে।
        

Share icon