শেরপুরের ৩টি আসনের বেসরকারি ফলাফল

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
রবি, 30.12.2018 - 11:26 PM
Share icon
Image

নিজস্ব সংবাদাতাঃ ৩০ ডিসেম্বর রবিবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে জেলা রিটার্নিং কর্মকর্তা আনারকলি মাহবুব বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী শেরপুরের তিনটি আসনেই আওয়ামীলীগের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

শেরপুর ১(সদর) আসনে আওয়ামীলীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিক নৌকা প্রতীকে ২ লক্ষ ৮৭ হাজার ৪৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৬৪৩ ভোট।

শেরপুর ২(নকলা-নালিতাবাড়ী)আসনে আওয়ামী লীগ প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী নৌকা প্রতীকে ৩ লক্ষ ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফাহিম চৌধুরি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৫২ ভোট।

শেরপুর ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ প্রার্থী একেএম ফজলুল হক চান নৌকা প্রতীকে ২ লক্ষ ৫১ হাজার ৯৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থি মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৯১ ভোট।

অপরদিকে ভোট কারচুপির অভিযোগে দুপুরে ডিসি গেইটে সংবাদ সম্মেলন করে শেরপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে প্রকৌশলী ফাহিম চৌধুরি এবং শেরপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল তাদের ভোট বর্জন ও প্রার্থিতা প্রত্যাহার করেন।

Share icon