উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে মানুষের সেবা করতে চাই - উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েজীদ হাসান

সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 12.02.2019 - 10:34 PM
Share icon
Image

নিজস্ব প্রতিবেদকঃ শেরপুর জেলার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান, শেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি বায়েজীদ হাসান উপজেলা নির্বাচনে নির্বাচিত হওয়ার পর দীর্ঘ ৪ বছরে শেরপুর সদরে বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড করেছেন। 

ভাইস চেয়ারম্যান বায়েজীদ হাসান জানান, পিআইসি এর মাধ্যমে  ৪তুর্থ অর্থবছরে এডিপি ও রাজস্ব অর্থায়নে দুঃস্থ গরীব অসহায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, এতিমখানা সহ প্রায় ২০০টি নলকূপ বিতরণ, অসহায় বিধবা সক্ষম মহিলাদের মাঝে ১০০টি সেলাই মেশিন বিতরণ, ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছি।

Image

তিনি জানান, টিআর কাবিখা এর মাধ্যমে বিভিন্ন মসজিদ মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও শ্রমিক সংগঠনের কার্যালয়ে ২০০টির মত সোলার প্যানেল স্থাপন করেছি। ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ১ম স্থান অধিকারীদের ১৩৫টি সোলার হারিকেন বিতরণ করেছি।

এছাড়াও টেন্ডারের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সরবরাহ, বাজার সেড নির্মাণ, ৩টি রাস্তা সংস্কার, একটি কালবার্ট নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৩০টি ফ্যান সরবরাহ, ৩০ বান্ডিল টিন বিতরনসহ রিক্সা চালক, ভ্যান চালক ও নৈশ্য প্রহরীদেরকে রেইনকোট বিতরণ করেছি। 

Image

তিনি এ প্রতিবেদককে জানান, শেরপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হলো কামারের চর পাবলিক উচ্চ বিদ্যালয়, খোশগঞ্জ আলেম মাদ্রাসা, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মেমোরিয়াল স্কুল, কামারের চর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মুন্সীরচর মতি জাহান উচ্চ বিদ্যালয়, হরিণ ধরা উচ্চ বিদ্যালয়, আতিউর রহমান মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, কামারের চর উচ্চ বিদ্যালয়, কুসুমহাটী উচ্চ বিদ্যালয়, আতিউর রহমান মডেল আলিম মাদ্রাসা, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়, সাতানীপাড়া গালর্স ইন্সটিটিউট, আফসর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, বেতমারী উচ্চ বিদ্যালয়, চরখারচর উচ্চ বিদ্যালয়, ঘুঘুরাকান্দি উচ্চ বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল কলেজমকছেদপুর উচ্চ বিদ্যালয়, গাজিরখামার উচ্চ বিদ্যালয়, খুজুরা উচ্চ বিদ্যালয়, কোহাকান্দা উচ্চ বিদ্যালয়, বাজিত খিলা উচ্চ বিদ্যালয়, চরশ্রিপুর উচ্চ বিদ্যালয়, শেরপুর সরকারি কলেজ, মডেল গার্লস কলেজসহ মোট ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে এডিপি, পিআইসি,কাবিখা এর মাধ্যমে বিভিন্ন অংকের টাকা দিয়ে অনুদান দেওয়া হয়েছে।

 

Image

পরিশেষে, বায়েজীদ হাসান বলেন, যে সময়টুকু আছে এ সময়ের মধ্যে আরো কিছু উন্নয়ন মূলক কর্মকান্ড করতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি শেরপুরের মানুষের ভালবাসায় আবারো আগামী দিনে নির্বাচনে জয়ী হয়ে উন্নয়ন মূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে শেরপুর সদর উপজেলার মানুষের সেবা করতে চাই।

 

Share icon