শেরপুরে পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে মুজিব বর্ষ উৎযাপন শুরু
সম্পাদক-প্রকাশকঃ মারুফুর রহমান মারুফ
মঙ্গল, 17.03.2020 - 04:56 PM
সময় ডেস্ক // শেরপুরে আজ ১৭ মার্চ জাতীর জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুস্পস্তবক অর্পনের মধ্যদিয়ে মুজিব বর্ষের অনুষ্ঠান শুরু হয় । পরে বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
দেশে কোরনা ভাইরাস সংক্রামনের আশংকায় রাস্ট্রিয় আদেশের কারনে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয় বলে জেলা প্রশাসন জানিয়েছেন।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শেরপুর-১ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে পর্যায় ক্রমে জেলা প্রশাসক,পুলিশ সুপার, মেয়র সহ বিভিন্ন সরকারী সংস্থা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া দিন ব্যাপি কোরান খথম , মসজিদে মসজিদে দোয়া পড়া হবে। রাত ৮ টায় স্থানিয় দারোগাআলী পৌরপার্কে আতশ বাজী ফুটানো হবে বলে জেলা প্রশাসন নিশ্চিত করেছেন।